January 2017

চিংড়ি মাছের দোপেঁয়াজা কিভাবে বানাবেন?

চিংড়ি মাছের দোপেঁয়াজা রেসিপি  

উপকরণ :- চিংড়ি মাছ ৩০০ গ্রাম, ২ টো পেঁয়াজ বাটা, ২টো পেঁয়াজ কুঁচি( একটু মোটা করে কাটা), ১টা বড়ো টম্যাটো লম্বা লম্বা করে কাটা, ২ টো কাঁচালঙ্কা লম্বা লম্বি না চিঁড়ে ৬ ভাগ করে নিতে হবে, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, আদা-রুসুন বাটা ১ চামচ, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, নুন পরিমাণ মতো, সাদা তেল ২ টেবিল চামচ, আর লাগছে রোস্টেড গুঁড়ো মশলা ( গোটা ধনে-জিরে ১ চামচ, লবঙ্গ ৪ টি, এলাচ ২ টি, দারচিনি ১ টি, গোল মরিচ ৬টি, সব উপকরণ শুকনো কড়াই তে ভেজে গুঁড়ো করা )।


প্রণালি :- চিংড়ি মাছের দোপেঁয়াজা বানানোর জন্য কড়াই গরম করে তেল দিতে হবে। এ সময় চিংড়ি মাছে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন - হলুদ আর দিয়ে দিতে হবে গরম তেলে। ভালোকরে ভেজে তুলে নিতে হবে। ওই তেলেই মোটা করে কাটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ অর্ধেক ভাজা হলে দিতে হবে টম্যাটোর টুকরো। টম্যাটো আর পেঁয়াজ ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এরপর গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে তেল দিতে হবে। তেলে দিতে হবে পেঁয়াজ বাটা আর নুন। পেঁয়াজ বাটা দেওয়ার পর নুন দিলে তেল ছিটকাবেনা। পেঁয়ার এর কাঁচা গন্ধ না যাওয়া প্ররযন্ত ভাজতে হবে। এরপর দিতে হবে আদা-রুসুন বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে গোল মরিচ আর কাঁচালঙ্কা দেওয়া হবে তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা দেখে দেবেন। আদা-রুসুনের কাঁচা গন্ধটা থেকে গেলে খেতে ভালো লাগবেনা তাই আদা-রুসুন ভেজে নিতে হবে। এরপর দিতে হবে ২ কাপ জল। ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ, টম্যাটো, চিংড়ি মাছ, কাঁচালঙ্কা কুঁচি আর ভাজা গুঁড়ো মশলা। গ্রেভির সাথে সব উপকরণ মিশিয়ে নিয়ে হতে দিতে হবে ১০ মিনিট আর মাঝে এক নাড়াচাড়া করে নিতে হবে। নামানোর আগে দিতে হবে ধনেপাতা কুঁচি। গ্রেভির সাথে ধনেপাতা মিশিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের দোপেঁয়াজা।



ডিমের কোরমা খুব সহজ অসাধারন একটি রেসিপি 

Dimer-korma-recipe-Egg-korma-recipe

উপকরণ :- সেদ্ধ ডিম ৫টা, ঘি ১ টেবিল চামচ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তেজপাতা ১টা, এলাচ ২টো, দারচিনি ১টা, গরম মশলা ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, লবণ পরিমাণ মতো, টক দই ১/২ কাপ, নারকেলের দুধ, আদা রুসুনের পেস্ট ১ চামচ, চিনি ১/২ চামচ, কাঁচালঙ্কা কুঁচি, ২ টো গোটা কাঁচালঙ্কা, সাদা তেল ২ চামচ, গোটা জিরে ১/২ চামচ, গোটা ধনে ১/২ চামচ, কাজুবাদাম ৫টা আর লাগছে ২টো মাঝারি মাপের পেঁয়াজ কুঁচি।


প্রণালি :- ডিমের কোরমার গ্রেভি বানানোর জন্য প্যান গরম করে তেল দিতে হবে ২ চামচ। তেলে দিতে হবে গোটা জিরে আর গোটা ধনে। জিরে আর ধনে সামান্য ভাজা হলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি আর কাঁচালঙ্কা কুঁচি। আমি এখানে ২ টো কাঁচালঙ্কা কুঁচি নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচালঙ্কা ভালোকরে ভাজতে হবে। যতো ভালো করে ভাজবেন গ্রেভি তত খেতে ভালো হবে। পেঁয়াজ ভাজার পর ওতে দিতে হবে আদা রুসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্যই দিতে হবে গ্রেভির হলকা রঙ এর জন্য। আদা রুসুন পেঁয়াজ এর সাথে ভেজে নিতে হবে। যেনো আদা রুসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিতে হবে টক দই। পেঁয়াজ এর সাথে টক দই নাড়তে হবে যতোক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এরপর এই সব মশলা একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে। ডিম গুলো ছুরি দিয়ে মাঝে মাঝে চিঁরে দিতে হবে যাতে গ্রেভি ডিমের ভেতর ঢোকে। ডিমের কোরমা বানানোর জন্য কড়াই গরম করে ঘি দিতে হবে। ঘি এ ফোড়ন দিতে হবে তেজপাতা, এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে গন্ধ আসলেই ডিম গুলো দিয়ে দিতে হবে। কোরমার ডিম সামান্য ভাজতে হয়। ডিম সামান্য ভাজা হলে ওতে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর মশলার পেস্ট, নারকেলের দুধ ও দিয়ে দিতে হব। নারকেলের দুধ আমি বানিয়েছি ১/২ নারকেল আর ২ কাপ জল দিয়ে। আর দিতে হবে গোটা কাঁচালঙ্কা, চিনি আর পরিমাণ মতো লবণ। ডিমের সাথে গ্রেভি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দিতে হবে মাঝারি আঁচে ১০ মিনিট। ১০ মিনিট পর গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। গ্রেভির সাথে ১ মিনিট হতে দিতে হবে। তৈরি ডিমের কোরমা।

সহজেই তৈরি করুন কাঁচ কলার কোপ্তা কারী

কাঁচ-কলার-কোপ্তা-কারী-রেসিপি

উপকরণ :- কাঁচা কলা ২ টো, মাঝারি মাপের আলু ১ টা, ব্যাসন ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো সব মিলিয়ে ১ চামচ, আদা রুসুনের পেস্ট ১ চামচ, চারমগজ বাটা ১ চামচ, ২ টো বড়ো পেঁয়াজ সরু সরু করে কাটা, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, ২ টো টম্যাটো কুঁচি, ২ টো কাঁচালঙ্কা কুঁচি, সাদা তেল কোপ্তা ভাজার জন্য, লবণ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো ১ চামচ, সরষের তেল ২ চামচ, ফোড়নের জন্য লাগছে এলাচ ১ টা লবঙ্গ ৩ টে দারচিনি ১ টা, হলুদ গুঁড়ো ১/২ চামচ আর লাগছে ঘি ১ চামচ।


প্রণালি :- কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য প্রথমে খোসা সমেত আলু আর কাঁচা কলা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হওয়ার পর আলু আর কাঁচা কলার খোসা ফেলে দিতে হবে। কোপ্তা বানানোর জন্য একটি পাত্রে নিতে হবে কলা, আলু, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, রোস্টেড ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি আর ব্যসন। এখানে পেঁয়াজ কুঁচি অল্প দিতে হবে বাকী পেঁয়াজ কুঁচি গ্রেভি বানানোর সময়। সব উপকরণ হাত দিয়ে একসাথে মেখে নিতে হবে। কোপ্তা ভাজবার জন্য তেল গরম হতে দিতে হবে। তেল গরম হলে মাখা আলু কাঁচা কলা থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল কোপ্তা বানিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে তেল গরম হতে দেওয়ার আগেই গোল গোল করে আগেই কোপ্তা বানিয়ে নিতে পারেন। আসলে কোপ্তা গুলো ভালো করে গোল না হলে ভাজবার সময় ফেটে যেতে পারে। উল্টে পাল্টে লাল করে কোপ্তা ভাজতে হবে। কাঁচা কলার কোপ্তা সবসময় মাঝারি আঁচে ভাজবেন। তাহলে কোপ্তার ভেতরটা ভালোভাবে ভাজা হবে। কোপ্তা ভাজা হয়ে গেলে তেল ঝড়িয়ে তুলে নিতে হবে। গ্রেভি বানানোর জন্য কড়াই গরম করে সরষের তেল দিতে হবে। তেলে ফোড়ন দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেলের সাথে সামান্য নাড়াচাড়া করে ওতে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে ওতে দিয়ে দিতে হবে আদা রুসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চারমগজ বাটা। সব মশলা তেলের সাথে ভেজে নিতে হবে। যাতে আদা রুসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিতে হবে টম্যাটো কুঁচি। টম্যাটো খুব ছোটো ছোটো করে কাটতে হবে। টম্যাটো দেওয়ার পর দিতে হবে পরিমাণ মতো লবণ। এখন লবণ দেওয়ার কারণ টম্যাটো ভালোকরে সেদ্ধ হবে। টম্যাটোর সাথে লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫ মিনিট। আর মাঝে ১ বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। ৫ মিনিট পর ঢাকা খুলে দিতে হবে। এরপর এতে দিতে হবে ধনেপাতা কুঁচি। আপনারা চাইলে ধনেপাতা কোপ্তা কারী নামানোর সময়ও দিতে পারেন। ধনেপাতা পেঁয়াজ আর টম্যাটোর সাথে সামান্য নাড়াচাড়া করেই ওতে দিতে হবে জল। জল একটু বেশি করেই দিতে হবে, কারণ কোপ্তা গুলো ভাজা। গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে কোপ্তা। গ্রেভির সাথে কোপ্তা হতে দিতে হবে ৫ মিনিট মাঝারি আঁচে। মাঝে মাঝে কোপ্তা উল্টে দিতে হবে যাতে কোপ্তার ভেতরে গ্রেভি ভালোভাবে ঢোকে। ৫ মিনিট পর ওতে দিতে হবে ঘি। ঘি দেওয়ার পর ১ মিনিট হতে দিতে হবে। তৈরি কাঁচা কলার কোপ্তা কারী।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget